• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১  

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও বিসিক মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান পরিষদ পাড়া নিবসী মানিক হাসানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মেহেদিসহ তার ৩/৪ জন বন্ধু মিলে ঠাকুরগাঁও বিসিক মোড়ে চা পান করে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এমন সময় দুর্বত্তরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে ছুরিকাঘাত করে।

স্থানীয় লোকজন আহত অবস্থায় দুইজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেহেদি মারা যান। অপরদিকে আহত আরমানকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, এই অতর্কিত হামলার বিষয়ে এখনো কোনো সুরাহা পায়নি পুলিশ। তবে আহত আরমান কিছুটা সুস্থ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –