• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন নারী 

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২  

দিনাজপুর সদর উপজেলায় ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া নবজাতকের বাবা কে তা কেউ জানাতে পারেনি।

বুধবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও প্রসূতিকে ভর্তি করেন স্থানীয় জনপ্রতিনিধি। এর আগে বেলা ১১টায় উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্বপাড়গাঁও গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় অজ্ঞাতপরিচয় ওই নারী ছেলে সন্তান প্রসব করেন।

পূর্বপাড়গাঁও গ্রামের সাবিনা বেগম, জোসনা বেগম ও সুচিত্র রানী রায় বলেন, মঙ্গলবার রাত থেকে খুব বৃষ্টি হয়। ভোরে বাড়ির বাইরে এক নারীর গোঙ্গানির শব্দ পাই। গিয়ে দেখি এক পাগলি (মানসিক ভারসাম্যহীন) সন্তান প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। এলাকার অন্য নারীদের সহযোগিতায় বেলা ১১টায় পুত্র সন্তান প্রসব করানো হয়। বিষয়টি পরে ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাককে জানানো হয়। তিনি ওয়ার্ড সদস্য দেবেশ চন্দ্র রায়কে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। অ্যাম্বুলেন্সযোগে প্রসূতি ও নবজাতককে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তারা আরও বলেন, ওই প্রসূতি মঙ্গলবার রাতে ওই এলাকায় এসেছে। আগে তাকে পূর্বপাড়গাঁও গ্রামে দেখা যায়নি। এছাড়া তার কোনো ধরনের পরিচয় পাওয়া যাচ্ছে না। প্রসূতিকে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেননি।

হাসপাতালের কর্তব্যরত নার্সরা জানান, প্রসূতি বর্তমানে সুস্থ রয়েছে। তবে শিশুটির ঠান্ডা লেগেছে।

স্থানীয় ইউপি সদস্য দেবেশ চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, বিষয়টি জানতে পেরে প্রসূতি ও নবজাতককে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –