• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মিঠাপুকুরে অভিযান চালিয়ে ১০টি অবৈধ করাতকল বন্ধ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২  

রংপুরের মিঠাপুকুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০টি অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালনা করেন। তাকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুয়া মাসিমপুর, চেংমারী ও ময়েনপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ ১০টি করাতকলের সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে এসব করাতকল বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, অবৈধ করাতকলের তালিকা তৈরি করা হয়েছে।পর্যায়ক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হবে। সংরক্ষিত বন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –