• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ২ হোটেলকে জরিমানা

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ২ হোটেলকে জরিমানা      
রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্বাস্থ্যঝুকিসম্পন্ন খাবার তৈরি এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় দুইটি হোটেল-রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ জুলাই) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্বাস্থ্যঝুকিসম্পন্ন খাবার তৈরি ও ট্রেড লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় পার্কের মোড় এলাকার নিউ সাগরিকা হোটেলকে ৩ হাজার টাকা ও আনোয়ার হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –