• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০.৪

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। দিন দিন কমছে তাপমাত্রা। কুয়াশা আর শীতে নাকাল উত্তরের জনপদ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০. ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টার দিকে রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার রেকর্ড করা হয়েছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ১৭ ডিসেম্বর রেকর্ড করা হয়েছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। গত বছর এই দিনে রেকর্ড করা হয়েছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা অনেকটা কমেছে। গত ৪ দিন পর সকালে জেলায় তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে দিন-রাতে তাপমাত্রা দুই রকম থাকায় বাড়ছে শীতজনিত রোগ। জ্বর, সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন। তবে এরমধ্যে বেশিরভাগই শিশু।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –