• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে হুইল চেয়ার পেল ৫৮ প্রতিবন্ধী                         

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

                  
কুড়িগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সকাল থেকে প্রভাতফেরি করে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।এ দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে ৫৮ জন প্রতিবন্ধীকে দেয়া হয়েছে হুইল চেয়ার। 

এছাড়াও চিলমারী ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম পরিচালনার জন্য ২টি অটো জেনারেটর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ চত্বরে এ হুইল চেয়ার ও জেনারেটর বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী (সাবেক এমপি)। এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –