• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

পীরগাছায় টেস্টার দিয়ে খুঁচিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩  

 
রংপুরের পীরগাছা উপজেলায় রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে টেস্টার দিয়ে খুঁচিয়ে হত্যার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তাম্বুলপুর-পীরগাছা সড়কের নবনির্মিত শেখপাড়া ব্রিজ সংলগ্ন স্থানে মৃত তছির উদ্দিনের ছেলে রবিউল ইসলামের বাড়ি। ব্রিজের মাটি খননের কারণে তার ঘরের মাটি নিচে ধসে যায়। বিষয়টি ব্রিজ নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্টদের অবগত করেন তিনি। সংশ্লিষ্টরা রবিউলকে ব্রিজের অপর প্রান্তে স্তুপ করে রাখা মাটি দিয়ে ঘর নির্মাণের পরামর্শ দেন। ঠিকাদার আব্দুস সালামের অনুমতি নিয়ে মঙ্গলবার মাটি সংগ্রহ করতে যান রবিউল। 

কিন্তু ব্রিজের অপর প্রান্তের জমির মালিক ছলেমন মিয়ার ছেলে শফিকুল মিয়া এতে বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায় শফিকুল হাতে থাকা টেস্টার দিয়ে রবিউলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে রবিউল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রবিউলের স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ শফিকুল মিয়া, তার স্ত্রী অঞ্জুমানারা বেগম ও বোন আলেমা বেগমকে গ্রেফতার করে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –