• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

এম আব্দুর রহিম মেডিকেল কলেজে মুক্তিযুদ্ধ কর্নার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। বুধবার (২২) ফেব্রুয়ারি এই মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের প্রশাসনিক ভবনে এই মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, স্বাধীনতা আমাদের গর্ব। এই গর্বকে জ্ঞানে পরিণত করার প্রয়াসে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও দেশপ্রেমের চেতনা সংরক্ষণসহ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ কর্নার অগ্রণী ভূমিকা পালন করবে।

হুইপ ইকবালুর রহিম বলেন, সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থামাতে চেয়েছিল পাকিস্তানের দোসররা। কিন্তু বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ তারা বুঝতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তারই কন্যা সোনার বাংলাদেশ গড়ার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান ও কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –