• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় জরিমানা

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

নীলফামারীর কালিতলা ও সুটিপাড়ায় স্থানে নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
 
বুধবার ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারীর কালিতলা ও সুটিপাড়া নামক স্থানে নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান ইফতেকার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।

অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় মোট ৩টি যানবাহনের (ট্রাক) বিরুদ্ধে তিন হাজার টাকা জরিমানা আদায় করাসহ ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করে লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, পরিবেশ অধিদফতর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –