– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত 

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টার দিকে নীলফামারী রংপুর মহাসড়কের রংপুর দিনাজপুর রিহ্যাবিলেটেশন সার্ভিস (আরডিআরএস) অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন ইসলাম উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের শেরিফুর রহমানের ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি  রাজীব কুমার রায় জানান, মঙ্গলবার সকালে শিশু ইয়ামিনকে সঙ্গে নিয়ে চাচা হাসিব মিয়া মোটরসাইকেলের পেট্রোল পাম্প থেকে তেল আনতে যাচ্ছিলেন।

এসময় রংপুর নীলফামারী মহাসড়কের আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় শিশু ইয়ামিন ও হাসিব দুজনে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দুজনকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –