– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

মেয়ের বাড়িতে বেড়াতে এসে বাবা খুন

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল হামিদ নামের ৭০ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে রিপন নামে এক যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের জীগাবাড়ী এলাকায়।

অভিযুক্ত রিপন একই এলাকার রহিম মিয়ার ছেলে। 

নিহত হামিদ মিয়ার মেয়ে হামিদা বেগম জানান, স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করে বাবা আমার বাড়িতে আসলেই ওত পেতে থাকা রিপন মিয়া ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে বাবার ওপর আক্রমণ করেন। অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিপন হত্যা করে পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে পীরগাছা থানায় সোপর্দ করে।

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –