• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

রাশমিকার সঙ্গে কাজ করতে চান বিজয়

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩  

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাদের জুটি নিয়ে আলোচনা চলে সবসময়ই। অভিনয়ের কারণ তারা যেমন আলোচনায় থাকেন তেমনি আলোচনায় থাকেন নিজেদের সম্পর্কের কারণে। 

নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই। তবে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের উৎসাহ ও কৌতূহলে ভাটা পড়েনি। তার কারণও অবশ্য কম নয়। পরস্পরের পরিবার ও বন্ধুদের সঙ্গেও একাধিক বার দেখা গেছে বিজয় ও রাশমিকাকে। প্রেম না থাকলে এমন মেলামেশা সম্ভব নাকি? প্রশ্ন ভক্তদের। 

বাস্তব জীবনে একে অপরের সঙ্গে সময় কাটানো ছাড়াও একসঙ্গে কাজের সুযোগ পেলেও হাতছাড়া করতে নারাজ দুই তারকা। এখনও পর্যন্ত দু’টি ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন বিজয় ও রাশমিকা। ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’— এই দুই সিনেমাতে তাদের রসায়ন মনে ধরেছে দর্শকেরও। এখন নাকি নিজের ছবিতে নায়িকা হিসেবে রাশমিকাকে চান বিজয়।  

কয়েক সপ্তাহ আগে সোশ্যাল সাইটে এক জনের হাত ধরে একটি ছবি পোস্ট করেছিলেন বিজয়। সঙ্গে লিখেছিলেন, অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তিনি। কার হাত সেটি, তা বোঝা যায়নি। ভক্তদের অনুমান, হাতটি রাশমিকারই। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –