• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

পঞ্চগড় মোহাম্মদ (সা:) এঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩  

আজ ‍বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ১২ই রবিউল আওয়াল ১৪৪৫ হিজরী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে হযরত মোহাম্মদ (সা:) এঁর জীবন ও কর্মের উপর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে সংগঠনটির উপ-পরিচালক মো: শামীম সিদ্দিক এর সভাপতিত্বে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান শেখ, চেয়ারম্যান, জেলা পরিষদ, পঞ্চগড় ও সভাপতি, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, পঞ্চগড়; মো: আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), পঞ্চগড়;  আমিরুল্লা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), পঞ্চগড়; আমিরুল ইসলাম, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, পঞ্চগড় ও সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ, পঞ্চগড়, মো: জাকির হোসেন, 
নির্বাহী অফিসার, পঞ্চগড় সদর, পঞ্চগড়;

আলোচনা সভায় হযরত মোহাম্মদ (সা:) এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর জীবন-কর্ম অনুসরণ করলে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়। যারা পথভ্রষ্ট হয়ে ইসলামের আইন-কানুন মানেন না তাদের কাছে ইসলাম ও রাসূল (সা:) এঁর শান্তির বাণী পৌঁছে সঠিক পথে নিয়ে আসার আহ্বান জানান বক্তারা। রাসূল (সা:) এর জীবন ও কর্ম অনুসরণ করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে মর্মে উল্লেখ করা হয়। 

আলোচনা শেষে কোরআন তিলাওয়াত এবং রাসূল (সা:) এঁর জীবন ও কর্মের উপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া পর রাসূল (সা:) এর রুহের মাগফেরাত ও দেশের শান্তি কামনা করে দোয়া করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –