• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

যে ভিডিওর কারণে সমালোচনায় জয়া

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

প্রায় পাঁচ বছর বিরতির পর সৃজিত মুখার্জীর সিনেমায় অভিনয় করলেন জয়া আহসান। সেকারণে এই ছবি ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। ছবির নাম ‘দশম অবতার’। কলকাতার এই ছবিতে একটি চুমুর দৃশ্যে দেখা গেছে তাকে। তাতেই আবারো আলোচনায় চলে আসেন এই তারকা। 

এরইমধ্যে এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা যায়, কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছে পুলিশ কর্মকর্তারা।

৩ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে একটি দৃশ্যে চুমু খেতে দেখা যায় অনির্বাণ ও জয়াকে। ট্রেলার প্রকাশের পর থেকেই চুমুর দৃশ্যটি নিয়ে চলছে আলোচনা। জয়ার এমন অভিনয়ের যেমন প্রশংসা হচ্ছে, তেমন সমালোচনাও করছেন অনেকে।

ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী জয়া আহসান। তিনি বলেন, দুর্গাপূজা ও সৃজিত মুখার্জির ছবি- দুটিই খুব ভালো কম্বিনেশন। এবার পূজায় তিনি নিয়ে আসছেন দশম অবতার। অনেক দিন পর পূজায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শকের খুব ভালো লাগবে।

জানা গেছে, আগামী ১৯ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –