• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস পালন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

 
‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যা লি উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিণ শেষে হলরুমের সামনে এসে শেষ হয়। পরে হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মাচরী, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –