• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে স্বামী হত্যার দায়ে শরিফা নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবি।

সাজাপ্রাপ্ত শরিফা বেগম পার্বতীপুর উপজেলার চান্দোয়াপাড়া গ্রামের শাহাজাদ হোসেনের স্ত্রী এবং একই উপজেলার ভোটগাছ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে স্বামী শাহাজাদ হোসেন টাঙ্গাইলে একটি অটোরাইস মিলে কাজ করতে যান। স্বামীর অবর্তমানে পার্বতীপুরে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন স্ত্রী শরিফা বেগম। সাত মাস পর ২০২১ সালের ১৪ এপ্রিল শাহাজাদ হোসেন বাড়িতে ফিরে আসলে স্ত্রী শরিফা বেগম তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মমিনুর বাদী হয়ে শরিফা বেগমকে একমাত্র আসামি করে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –