• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বশান্তি রক্ষায় সেবা ও ত্যাগে শীর্ষে বাংলাদেশ জুলাইয়ে পরীক্ষামূলক শুরু হচ্ছে সর্বজনীন পেনশন বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের তিনবার তুরস্কের প্রেসিডেন্ট হওয়ায় এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

ঠাকুরগাঁওয়ে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ ছাত্রলীগের

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

ঠাকুরগাঁওয়ে খেটে খাওয়া অটোরিকশা চালক ও রোদের মধ্যে দাঁড়িয়ে দায়িত্বপালনকারী ট্রাফিক পুলিশের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ। 

শনিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় প্রখর রোদে অটোরিকশা চালক ও ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে এসব তুলে দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিএ সময় নূরুজ্জামান, রাসেদ, আল আমিন, বাপ্পি, তুহিন, সুমন, সবুজ উপস্থিত ছিলেন।

রিকশাচালক আবুল হাসান বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। প্রচণ্ড গরম। এ সময় ছাত্রলীগের নেতারা এসে আমাকে ঠান্ডা পানি আর স্যালাইন দিল। এই গরমে ঠান্ডা পানি দেয়াটাই আমাদের জন্য অনেক কিছু। 

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি বলেন, নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সব সময় মানুষের পাশে থাকার। যেখানে আমরা পাঁচ মিনিট রোদে দাঁড়িয়ে থাকলে হাপিয়ে যাই, সেখানে সকাল থেকে শুরু করে প্রখর রোদের মধ্যেও রিকশা চালকেরা রিকশা চালান, ট্রাফিক পুলিশ সদস্যরা রোদে দাঁড়িয়ে ডিউটি পালন করেন। আমরা তাদের ক্লান্তি কিছুটা হলেও দূর করার জন্য এই উদ্যোগ নেই। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –