• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

পীরগঞ্জে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যপী বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ কর্মশালা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌরমেয়র ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রুকুনুজজামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির রিসোর্স পার্সন টিম ম্যানেজার তরিকুল ইসলাম, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অ্যাসিট্যান্ট ম্যানেজার জহিরুল ইসলাম ও নাজমুল জমদ্দার, পাঠাভ্যাসের মনিটরিং অফিসার কামরুজ্জামান প্রমুখ।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠের অভ্যাস বৃদ্ধিকরণ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকরা এই কর্মশালায় অংশ নেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –