• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

 
ঈদকে সামনে রেখে রংপুর জেলা পুলিশ তাদের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের চতুর্থ দিনে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ জন ও ওয়ারেন্টভুক্ত ১২ জনকে গ্রেফতার করেছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোযেন্দা পুলিশ ও ৮ উপজেলার সংশ্লিষ্ট থানার পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে গংগাচড়া থানায় তিনজন, তারাগঞ্জ থানায় একজন, বদরগঞ্জ থানায় চারজন, পীরগঞ্জ থানায় চারজন ও পীরগাছা থানার পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

রংপুর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, তাদের এই বিশেষ অভিযান ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –