• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বশান্তি রক্ষায় সেবা ও ত্যাগে শীর্ষে বাংলাদেশ জুলাইয়ে পরীক্ষামূলক শুরু হচ্ছে সর্বজনীন পেনশন বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের তিনবার তুরস্কের প্রেসিডেন্ট হওয়ায় এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

 
ঈদকে সামনে রেখে রংপুর জেলা পুলিশ তাদের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের চতুর্থ দিনে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ জন ও ওয়ারেন্টভুক্ত ১২ জনকে গ্রেফতার করেছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোযেন্দা পুলিশ ও ৮ উপজেলার সংশ্লিষ্ট থানার পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে গংগাচড়া থানায় তিনজন, তারাগঞ্জ থানায় একজন, বদরগঞ্জ থানায় চারজন, পীরগঞ্জ থানায় চারজন ও পীরগাছা থানার পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

রংপুর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, তাদের এই বিশেষ অভিযান ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –