• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বশান্তি রক্ষায় সেবা ও ত্যাগে শীর্ষে বাংলাদেশ জুলাইয়ে পরীক্ষামূলক শুরু হচ্ছে সর্বজনীন পেনশন বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের তিনবার তুরস্কের প্রেসিডেন্ট হওয়ায় এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের   

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুঃখিত চন্দ্র (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার কিসমত মাল ভাঙা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই যুবক উপজেলার মোগলবাসা ইউনিয়নের ওই গ্রামের শ্রী বিনাস চন্দ্রের ছেলে।

মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহফুজার রহমান জানান, দুঃখিত চন্দ্র বাড়িতে বিদ্যুৎ মিস্ত্রিসহ ওয়ারিংয়ের কাজ করছিলেন। অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির পিছনে থাকা পুকুরে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) মো. সাঈদ সরকার বলেন, মোগলবাসা ইউনিয়নে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন শুনেছি। পরিবারের লোকজন আসলে একটি ইউডি মামলা হবে।

 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –