• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার পেলো উগান্ডার প্রতিষ্ঠান

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১  

সৃজনশীল অর্থনীতিতে অবদান রাখায় প্রথমবারের মতো ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার দেয়া হয়েছে। প্রথমবার এই পুরষ্কার পেয়েছে উগান্ডার এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেড। পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিশ্ব সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৃজনশীল অর্থনীতি পুরস্কারের জন্য ৬৯টি মনোনয়নের মধ্যে সেরা নির্বাচিত হয় উগান্ডার মোটিভ ক্রিয়েশনস লিমিটেড।

উগান্ডার কাম্পালায় অবস্থিত মোটিভ একটি সমন্বিত সৃজনশীল স্টুডিও যা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও উদ্যোক্তাদের বিভিন্ন রকম সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করে।

এটি পণ্য এবং ফ্যাশন ডিজাইনের মতো বিভিন্ন ইস্যুতে কাজ করে যা উদ্যোক্তাদের পথকে আরও সহজ করতে সহায়তা করে। পুরস্কার হিসেবে তাদের হাতে ৫০ হাজার ডলার এবং প্রশংসাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় শেখ হাসিনা বলেন, বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে আগ্রহী বাংলাদেশ।

বক্তব্যে টেকসই উন্নয়ন এবং চলমান বিভিন্ন সংকট সমাধানে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –