• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী             
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার মমতার কার্যালয় নবান্নে একটি চিঠির মাধ্যমে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

চিঠিতে সুবিধাজনক সময়ে বাংলাদেশে এসে পদ্মা সেতু দেখতে মমতাকে বলেছেন শেখ হাসিনা। তিনি এটাও উল্লেখ করেন, সেপ্টেম্বরে ভারতের দিল্লি সফরকালে মুখ্যমন্ত্রী মমতার সাক্ষাৎ আশা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ভাষাগত ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার পরিপ্রেক্ষিতে একসঙ্গে কাজ করার বিকল্প নেই। পদ্মা সেতু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে বাণিজ্যের নতুন সুযোগ উন্মোচন করবে বলে মনে করেন তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –