• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের সহায়তা করছে: পরিবেশমন্ত্রী ,

প্রকাশিত: ২২ জুলাই ২০২২  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপকভাবে চাষাবাদ করতে বর্তমান সরকার কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

শুক্রবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত পরিবারের জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা অনুদানের চেক বিতরণ ও কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইউরোপে চলমান যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে এবং ভোজ্যতেল ও খাদ্যশস্য আমদানি কষ্টসাধ্য হয়ে উঠতে পারে উল্লেখ করে মন্ত্রী চাষীদের উদ্দেশে বলেন, বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোজ্যতেলের জন্য সরিষার চাষ করতে হবে। একই জমিতে এরপর নির্দিষ্ট ধান চাষ করতে হবে। এজন্য সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

মো. শাহাব উদ্দিন এ সময় উল্লেখ করেন, অন্যান্য দেশের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রেখেছেন। সরকারের পদক্ষেপের ফলে এরই মধ্যে সয়াবিন তেলের দাম কমে এসেছে।

তিনি বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। মন্ত্রী সাময়িক সময়ের জন্য সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান।

জুড়ীর উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ. মোঈদ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা এবং ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –