• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

জনপ্রশাসনে অবদান রাখার জন্য বঙ্গবন্ধু পদক পাচ্ছেন ৩১ কর্মকর্তা

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২  

জনপ্রশাসনে অবদান রাখার জন্য বঙ্গবন্ধু পদক পাচ্ছেন ৩১ কর্মকর্তা           
চলতি বছর জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩১ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ দেওয়া হচ্ছে আজ শনিবার। 

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আজ বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেওয়া হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এবারের মনোনীতদের হাতে পদক তুলে দেবেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গণভবন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাণীতে বলেন, সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। জনগণ যাতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাক্সিক্ষত সরকারি সেবাসহ সব ধরনের ন্যায্য অধিকার পায়, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকেই তা নিশ্চিত করতে হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –