• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

বিএনপির ২৭ দফা, তৃণমূলে বিভ্রান্তি

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক ২৭ দফা ঘোষণা করেছে বিএনপি। তবে এই রূপরেখা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিএনপি নেতারা বলছেন, কিছুদিন আগেও দলের সিনিয়র নেতারা বলেছেন এক দফা দাবিতে আন্দোলন হবে। হঠাৎ সেই সিদ্ধান্ত থেকে সরে আসা নিয়ে তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিএনপির সাম্প্রতিক প্রতিটি বিভাগীয় গণসমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু এখন আবার ২৭ দফা ঘোষণা করা হলো। কী কারণে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করা হলো তা জানে না জেলা-উপজেলার নেতাকর্মীরা। ফলে তারা বিভ্রান্ত হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে।

কেউ কেউ বলছেন, বিএনপির বারবার এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তন তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস ও হতাশার জন্ম দিয়েছে।

নেতাকর্মীরা বলছেন, ১০ ডিসেম্বর সরকার পতনের ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু কিছুই করতে পারেনি। আগে ছিল এক দফা, এখন আবার আনা হলো ২৭ দফা। প্রশ্ন উঠেছে- সামনে কত দফা আসবে? বিএনপি সমঝোতার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলছে কেউ কেউ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –