• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি ব্যবহারে ৯০ ভাগ মামলার রহস্য উদঘাটিত হচ্ছে: আইজিপি

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২  

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এক সময় পুলিশের তদন্ত ছিল সোর্স নির্ভর। এখন তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে প্রায় ৯০ ভাগ মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। একই সঙ্গে পুলিশের কার্যক্রমে এসেছে ব্যাপক গতি।

শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অনন্য অবদান রয়েছে। তারা তাদের মেধা, মনন এবং শ্রম দিয়ে পুলিশকে তিলে তিলে গড়ে তুলেছেন। অবসর গ্রহণের পরও তারা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন।

তিনি আরো বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা চাকরি জীবনে অক্লান্ত শ্রম দিয়ে দেশের সেবা করেছেন। অবসরের পরও ক্লান্তিবিহীন সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের এই সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগ প্রশংসার দাবিদার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –