• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা নির্বিঘ্ন রাখা: ডেপুটি স্পিকার

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সব উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখা।

বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ‘উপজেলা আইনশৃঙ্খলা’ সভায় তিনি এ কথা বলেন।

শামসুল হক টুকু আরো বলেন, জনগণ যেন উন্নত বিশ্বের মত অবাধে চলাফেরা করতে পারে সে দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, খুন ও ডাকাতি থাকতে পারে না। স্মার্ট প্রশাসন ও রাজনীতিবিদদের সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি হবে জনবান্ধব।

সভায় মাদকদ্রব্য আটকসহ সাঁথিয়া ও আতাইকুলা থানার অফিসার ইনচার্জ আইনশৃঙ্খলা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরেন।

আইনশৃঙ্খলা সভা শেষে একই ভেন্যুতে আয়োজিত আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় শামসুল হক টুকু বলেন, শেখ হাসিনার বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। প্রকল্পটির সদস্য সচিবের তথ্যমতে এই উপজেলার হালনাগাদ তথ্যানুযায়ী গৃহের আবেদনকারী সবার জন্য গৃহনির্মাণ কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। সাঁথিয়া উপজেলাকে এখন গৃহহীনমুক্ত ঘোষণা করা যায়। এরপরও কেউ বাদ থাকলে তাকেও ঘর  দেওয়া হবে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –