• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

ধর্মের নামে ঘোলা পানিতে মাছ ধরতে দেওয়া হবে না: শিক্ষা উপমন্ত্রী

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পাঠ্যসূচিকে বিজ্ঞান বিমুখ ও সাম্প্রদায়িক করতে একটি মহল মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে। ধর্মের নামে কাউকে ঘোলা পানিতে মাছ ধরতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নওফেল আরো বলেন, যারা ভাবছেন গুজব ছড়িয়ে ও দালালী করে আওয়ামী সরকারের পতন ঘটাবে, তারা বোকার রাজ্যে বাস করছে।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাগুরা- ১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –