• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

বিএনপি দেশের কোনো উন্নয়ন করেনি: রেলমন্ত্রী

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি যতবার ক্ষমতায় গেছে তারা শুধু দেশের সম্পদ লুটপাট করেছে। তারা দেশের কোনো উন্নয়ন করেনি।

বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে পুনর্নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা দেশের বিরোধিতা করেছিল তারা এবং তাদের সন্তানরাই এখন বিএনপি-জামায়াতের রাজনীতি করে।

রেলমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের রেলপথকে দ্রুত সংস্কার করে যুগোপযোগী গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছিলেন।

সুজন বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর রেলের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেন। এর ধারাবাহিকতায় এখন নতুন নতুন রেলপথ নির্মাণ হচ্ছে। আধুনিক স্টেশন, ট্রেনে উন্নত কোচ সংযোজন হয়েছে। যাত্রীসেবার মান বেড়েছে। একই সঙ্গে বেড়েছে রেলের আয়ও।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি, রেলওয়ে পশ্চিমের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক কুদরত-ই-খুদা, ওয়াটার এইড বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর পার্থ হেফাজ সেখ, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –