• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

নির্বাচনে আসা সব রাজনৈতিক দলের দায়িত্ব: সিইসি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

নির্বাচনে আসা সব রাজনৈতিক দলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বড় দুই রাজনৈতিক দলের মধ্যে একটি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এর প্রভাব নির্বাচনের ফলাফলের উপর পড়বে।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকশন মনিটরিং ফোরাম আমন্ত্রিত বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

তিনি আরো বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক। বড় কোনো দল জাতীয় নির্বাচনে অংশ না নিলে ফলাফল নিয়ে ঝুঁকি তৈরি হবে। নির্বাচনে অংশগ্রহণ করা সব রাজনৈতিক দলের দায়িত্ব।

আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হতে পারে বলেও আশা করেন প্রধান নির্বাচন কমিশনার।

ইলেকশন মনিটরিং ফোরাম আমন্ত্রিত প্রতিনিধি দলে ছিলেন- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, মালয়েশিয়া থেকে ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেরিয়েট্টা এরগুইডো রেফরমাডো, জার্মান থেকে জিবিপি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ভলকার ইউ. ফ্রেডরিচ, ভুটান থেকে গ্লোবাল ভিলেজ কানেকশনের চেয়ারম্যান জেকশন দুকপা, ভারত থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি স্বপ্না সাহা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –