• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বশান্তি রক্ষায় সেবা ও ত্যাগে শীর্ষে বাংলাদেশ জুলাইয়ে পরীক্ষামূলক শুরু হচ্ছে সর্বজনীন পেনশন বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের তিনবার তুরস্কের প্রেসিডেন্ট হওয়ায় এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

চরাঞ্চলে পুষ্টি মেলায় রান্না প্রতিযোগিতা

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

কুড়িগ্রামের রৌমারীতে সঠিক পুষ্টিতে সুস্থ জীবন, পুষ্টি মেলা ও পুষ্টিকর খাবারের রান্না প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে সংগ এনজিও’র উদ্যোগে যাদুরচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মেলা হয়। এতে সভাপতিত্ব করেন যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী।

প্রধান অতিথি হিসেবে ছিলেন রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী, বিশেষ ভারপ্রাপ্ত ইউএনও এবিএম সারোয়ার রাব্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, যাদুরচর ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হযরত আলী, সংগ প্রকল্পের সমন্বয়ক আশরাফুল আলম, উপজেলা সমন্বয়ক নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, যাদুরচর ইউপি সচিব ও সদস্যগণসহ  ৭ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, দাতা গোষ্ঠির ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ এবং কোর্ডএইড এর নেতৃত্বে সংগ এনজিওর বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। 

মেলার বিশেষ আকর্ষণ ওয়াশ উদ্যোক্তা, যুব উদ্যোক্তা, নিউট্রিশন সেলস এজেন্ট, আরডিআরএস ফেডারেশন, এফবিএ, আরডিআরএস ও পুষ্টি রান্না প্রতিযোগীদেরসহ ১৭ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় রান্না প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –