• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান কবে থেকে শুরু হবে তা জানতে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক  মহা. বশিরুল আলমসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য, দেশের বরণ্য আলেমরা উপস্থিত রয়েছেন।

এর আগে মঙ্গলবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এদিকে মঙ্গলবার (২১ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের চাঁদ দেকা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে সেসব দেশের শুরু হবে বৃহস্পতিবার। প্রথা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের রোজা শুরুর একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়। স্বাভাবিকভাবে ধারনা করা হচ্ছিল, শুক্রবার থেকে বাংলাদেশ রোজা শুরু হতে পারে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –