• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বশান্তি রক্ষায় সেবা ও ত্যাগে শীর্ষে বাংলাদেশ জুলাইয়ে পরীক্ষামূলক শুরু হচ্ছে সর্বজনীন পেনশন বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের তিনবার তুরস্কের প্রেসিডেন্ট হওয়ায় এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হতো’

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

বঙ্গবন্ধু আজ জীবিত থাকলে স্মার্ট বাংলাদেশ অনেক আগেই বাস্তবায়ন হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বুধবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত দৈনিক মানবতারকণ্ঠের প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তখন অব্দি আমাদের ধারণা ছিল না যে এটা কি হতে পারে। ধীরে ধীরে কাজ করার মাধ্যমে আমরা সেটা বুঝতে পেরেছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সময় আরেকটি বিষয় এলো, সেটা হলো স্মার্ট বাংলাদেশ। প্রধানমন্ত্রী এখন সে লক্ষ্যেই কাজ করছেন।

তিনি বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন। তখন থেকেই তিনি দেশের কৃষিখাত, অর্থনীতিকে সুসংহত করার কাজ করেছেন। বিশ্বের দরবারে বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হতে শুরু করলো, তখনই তাকে ঘাতকের দল হত্যা করে। আজ সাংবাদিকদের যেসব দাবি দাওয়া, আহাজারি রয়েছে বঙ্গবন্ধু থাকলে সেগুলোপূরণ হতো। আমরা আশা করছি, শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সবকিছুই বাস্তবায়িত হবে।

দৈনিক মানবতার কণ্ঠের সম্পাদক আফরোজা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –