• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বশান্তি রক্ষায় সেবা ও ত্যাগে শীর্ষে বাংলাদেশ জুলাইয়ে পরীক্ষামূলক শুরু হচ্ছে সর্বজনীন পেনশন বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের তিনবার তুরস্কের প্রেসিডেন্ট হওয়ায় এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জিয়াউল রোশান প্রথমবারের মতো বাবা হয়েছেন।

বুধবার বেলা ১১টায় রোশানের স্ত্রী তাহসিনা এশা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। রাতে সন্তান হওয়ার বিষয়টি নায়ক রোশান নিজেই নিশ্চিত করেন। তার স্ত্রী এবং নবজাতক দুইজনই সুস্থ রয়েছেন।

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে কন্যাসন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন নায়ক রোশান। তবে এখনো সন্তানের নাম চূড়ান্ত করেননি বলেও জানান তিনি।

নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে নবজাতকের সঙ্গে তার তোলা কয়েকটি ছবি পোস্ট করেন রোশান। একইসঙ্গে ক্যাপশনে তিনি লেখেন- ‘আল্লাহ আজ আমাকে বেহেশত দান করেছেন। আলহামদুলিল্লাহ।’

২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান। সেদিন তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –