• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

দোল পূর্ণিমা আজ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪  

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উৎসব আজ। সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে।

জানা যায়, হিন্দু বৈষ্ণবদের উৎসব দোলযাত্রা। সে অনুযায়ী, আজ শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলায় মেতে ওঠেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –