• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ইসরায়েলি হামলায় একদিনে ১৮০ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৩  

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ইসরায়েলি হামলায় ১৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার থেকে শুরু হওয়া হামলায় আহত হয়েছেন এক হাজারের মতো বেসামরিক মানুষ।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এখন পর্যন্ত দুই শতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

খান ইউনিস ও রাফা শহরসহ গাজার উত্তর ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চলছে হামলা। পাশাপাশি দক্ষিণ গাজার কয়েকটি অঞ্চলে লিফলেট ফেলে ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে বলে ইসরায়েল।

প্রায় দেড় মাস সংঘাতের পর গত সপ্তাহে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস। গত ২৪ নভেম্বর সকাল থেকে কার্যকর হয় চারদিনের যুদ্ধবিরতি। এরপর দুই দফায় আরও চার দিন যুদ্ধবিরতি বাড়ানো হয়।

নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আগেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –