• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে ময়ূর দেখতে উৎসুক জনতার ভিড়

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে একটি ময়ূর উদ্ধার করেছে স্থানীয়রা। ওই বন বিভাগের কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়ূরটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানোর প্রক্রিয়া চলছে।   

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ওই এলাকার হাজি খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার পুকুর পাড় থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকার বাচ্চা মিয়া ও আব্দুল মান্নান নামে স্থানীয় দুইজন দেখতে পান ময়ূরটিকে কুকুর তাড়া করছে। পরে স্থানীয় কামরুজ্জামানসহ কয়েকজনকে নিয়ে তারা ময়ূরটিকে উদ্ধার করে বাচ্চা মিয়ার বাড়িতে নিয়ে যান। এদিকে ময়ূর উদ্ধারের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। খবর পেয়ে সন্ধ্যায় সেই বাড়ি থেকে ময়ূরটিকে উদ্ধার করেন পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তারা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –