• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শরবত আলী পেঁপে চাষে সফলতা পেয়েছেন

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গজপুরী গ্রামের শরবত আলী। কৃষি ফসলের পাশাপাশি পেঁপে চাষে সফলতা পেয়েছেন তিনি। জেলায় তিনিই প্রথম বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করেছেন। পরিচিতি পেয়েছেন সফল চাষি হিসেবে এরইমধ্যে তিন লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন শরবত আলী। মাস খানেকের মধ্যে আরো চার লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

শরবত আলী জানান, তিনি ২৫ বিঘা জমিতে পেঁপের বাগান করেছেন।এতে কৃষি বিভাগের পরামর্শ নিয়েছেন।আর ঋণ সহায়তা দিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। চারা, বীজ, জৈব সার, জমি প্রস্তুত এসব খাতে তার খরচ হয় প্রায় দুই লাখ টাকা। এরইমধ্যে তিন লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন তিনি । তার গাছগুলোতে অসংখ্য পেঁপে ধরেছে। প্রতিটি গাছে ২০-২৫টি পেঁপে শোভা পাচ্ছে। একেকটি পেঁপের ওজন দুই-আড়াই কেজি। তার এই সফলতা দেখে গ্রামের অন্য কৃষকরাও পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

দেবীগঞ্জ কৃষি অফিস জানায়, পেঁপে একটি লাভজনক ফসল। এর চারা রোপণের মাত্র ৩ মাসের মধ্যেই ফল ধরে। ১৫-২০ দিন পর পর পেঁপে তোলা যায়। পেঁপে চাষ করে কৃষক লাভবান হতে পারেন বেশি। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক সামছুল হক জানান, শরবত আলী কৃষি অফিসের পরামর্শ নিয়ে তিনি পেঁপের বাগান করেছেন। বাজারে পেঁপের চাহিদা বেশি থাকায় ভাল দাম পাওয়া যায়। শরবত আলীর দেখাদেখি ওই এলাকার আরও অনেক চাষি আধুনিক পদ্ধতিতে চাষাবাদে এগিয়ে এসেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –