• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে হোম কোয়ারেন্টাইনে ১৯২ জন

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জনসহ মোট ১৯২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৬ জনসহ বিদেশ ফেরত মোট ১৯২ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে চার জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে ১৯২ জনের মধ্যে কারও শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি। আমরা সবসময় তাদের খোঁজ-খবর নিচ্ছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –