• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০  

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তাপমাত্রা রেকর্ডের বিষয়টি জানানো হয়।                                    

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি। অন্যদিকে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হয়।

এছাড়াও সকাল থেকে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা দিয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –