• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দেবীগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮  

১>৪র্থ চীন বাংলাদেশ মৈত্রি সেতু, ডিসি পার্ক,ময়নামতির চর, খয়ের বাগান এবং জগবন্ধু ঠাকুরবাড়ী    দেবীগঞ্জ উপজেলা পরিষদ থেকে ১/২ কিঃমিঃ পশ্চিমে পায়ে হেঁটে বা রিক্সাযোগে ৪র্থ চীন বাংলাদেশ মৈত্রী সেতু এবং ডিসি পার্ক, উপজেলা পরিষদ থেকে ২ কিঃমিঃ উত্তরে খয়ের বাগান এবং উপজেলা পরিষদ থেকে ১কিঃমিঃ দক্ষিনে ময়নামতির চর অবস্থিত।    

২>ডিসি পার্ক    দেবীগঞ্জ উপজেলা পরিষদ থেকে ১/২ কিঃমিঃ পশ্চিমে পায়ে হেঁটে বা রিক্সাযোগে ৪র্থ চীন বাংলাদেশ মৈত্রী সেতু এবং ডিসি পার্ক অবস্থিত।    
৩>গোলকধাম মন্দির    দেবীগঞ্জ উপজেলা সদর হতে রিক্সা, ভ্যান,অটো বাইক এর মাধ্যমে সহজভাবে যাতায়াত করা যায়।    
৪>ময়নামতির চর    দেবীগঞ্জ উপজেলার চৌরাস্তার মোর হতে রিক্সা ও ভ্যান যোগে যাতায়াত করা যায়।    
৫>খয়ের বাগান    দেবীগঞ্জ চৌররাস্তা থেকে ২-৩ কি: মি: দূরত্বে খযের বাগান অবস্থিত। ভ্যান,রিক্স ও ‍ইজি বাইক এর মাধ্যমে যাতায়াত করা যায়।    

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –