• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে হেলিকপ্টারে চড়ে বিয়ের আসরে বর

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  

পঞ্চগড়ে হেলিকপ্টারে চড়ে বিয়ের আসরে বর                        
বিয়ে করতে বর গরু গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকিতে চড়ে কনে আনতে যায়৷ তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়৷ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এই প্রথম নওরোজ ফারহান নূর নামের এক বর দেশের রাজধানী শহর ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন। এ সময় বর নওরোজ ফারহান নূরের সঙ্গে হেলিকপ্টারে তার বাবা-মাসহ তিনজন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক ক্লাব মাঠে উৎসুক কয়েকশত গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন। এ সময় উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়। পরে হেলিকপ্টার থেকে নেমে বর নওরোজ ফারহান নুর ঘোড়ার গাড়িতে উঠে কনের বাড়িতে আগমন করেন৷

বর হেলিকপ্টারে আসলেও অন্য বরযাত্রীরা সকালে সড়ক পথে গাড়িতে কনের বাড়িতে আসেন। এ সময় বরসহ পরিবারের সদস্যরা হেলিকপ্টার থেকে নামলে কনের পরিবারের সদস্যরা তাদের বরণ করে নেন। এই প্রথম দেবীগঞ্জে কোনো বর হেলিকপ্টারে করে বিয়ে করতে আসায় ওই এলাকার আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশ লোক বরযাত্রী ও হেলিকপ্টার দেখতে ভিড় করেন।

কিছুদিন আগে ঢাকার মহাখালী দোহস এলাকার আকিজ পার্টিকেলে ইডি হেলাল আহমেদের ছেলে নওরোজ ফারহান নূরের সঙ্গে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ বাজার পাড়া এলাকার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর নেওয়াজের মেয়ে নাফিসা বিনতে নওয়াজের (নেহা) পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ঠিক হয় শুক্রবার (২ সেপ্টেম্বর)।

এ বিষয়ে বৃদ্ধ আমিরুল ইসলাম বলেন,হেলিকপ্টারে চড়ে বর বিয়ে করতে আসে এমন চিত্র আমরা পঞ্চগড়ে এই প্রথম দেখলাম৷ দুপুরে কনে নিতে বর হেলিকপ্টার থেকে নেমে আবার কনে নিয়ে হেলিকপ্টারে উঠে চলে গেল৷ দেখে অনেক অনেক ভালো লেগেছে আমাদের।

যুবক নয়ন হোসেন বলেন, দেবীগঞ্জ তথা পুরো পঞ্চগড় জেলায় এই প্রথম কোনো বর হেলিকপ্টার যোগে বিয়ে করতে আসলেন। এমন দৃশ্য দেখে অনেক ভালো লেগেছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ দেখতে এসেছে, ছবি তুলেছে আসলেই অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছি আমরা দেবীগঞ্জের মানুষ৷ 

এ বিষয়ে কনের বাবা নুর নেওয়াজ বলেন, ঢাকায় আমার মেয়ের বিয়ে হয়েছে৷ তাই আমার জামাই আমার মেয়েকে ঘরে তুলতে হেলিকপ্টারে যোগে তার বাবা মাকে নিয়ে আসেন৷ দুপুরে হেলিকপ্টার ল্যান্ড করে অনুষ্ঠানে যোগ দিয়ে বিয়ের সব কাজ সম্পন্ন করে আমার মেয়েকে কনে সাজিয়ে আবার হেলিকপ্টার যোগে ঢাকায় রাওনা দেন৷

এদিকে বরের বাবা হেলাল আহমেদ বলেন, আমরা ছেলের বউকে নিতে আমরা হেলিকপ্টারে এসেছি দেবীগঞ্জে। আমার শখ ছিল আমার ছেলের বিয়ে হলে আমার বউমাকে হেলিকপ্টার করে কনে সাজিয়ে নিয়ে আসবো।

এদিকে দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর আবু বলেন, বর সেজে হেলিকপ্টার যোগে কনে নিতে এসেছেন এমন খবর আমরা বিভিন্ন মিডিয়ায় দেখলেও এই প্রথম সরাসরি এই চিত্র দেখলাম আনাদের দেবীগঞ্জে৷ উপজেলার দেবীগঞ্জ বাজার পাড়া এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর নেওয়াজের মেয়ে নাফিসা বিনতে নওয়াজের নেহাকে নিতে তার বর হেলিকপ্টার নিয়ে বের সেজে এসেছে৷ গোটা পৌরবাসী আমরা একটি সুন্দর মুহূর্ত উপভোগ করেছি৷ আমরা নতুন এই দম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করছি৷

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন  বলেন, বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত দিয়েছে কনে পক্ষ। আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। শুক্রবার দুপুরে থানার সামনের মাঠে হেলিকপ্টারটি ল্যান্ড করে এবং বিকেলে কনে নিয়ে ফিরে যায়৷

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –