• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

তেঁতুলিয়ায় হেলমেটবিহীন বাইক চালানোয় ৮ ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২  

তেঁতুলিয়ায় হেলমেটবিহীন বাইক চালানোয় ৮ ব্যক্তিকে জরিমানা              
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৮ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের কালান্দিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

জানা যায়, প্রতিনিদিনের মতো শুক্রবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের কালান্দিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোট দায়ে ৮ ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা বলেন, জাতীয় মহাসড়কে আইন মেনে যানবাহন চলাচলে ও সড়ক দুর্ঘটনারোধে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৮ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –