• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে ৯৬ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  

পঞ্চগড়ের হাঁড়িভাসা সীমান্তে ৯৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মূর্তিটির দাম আনুমানিক ৯৫ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলা সদরের হাঁড়িভাসা সীমান্তে মূর্তিটি উদ্ধার করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষা করে কষ্টিপাথরের বলে নিশ্চিত হয় বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন টোকাপাড়া বিওপির টহল দলের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪৭ এর ১ নম্বর সাব পিলার এলাকায় অভিযান চালান। এ সময় হাঁড়িভাসা ইউনিয়নের নালাগঞ্জ এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

উদ্ধার মূর্তির ওজন ৯৫ কেজি ৮০০ গ্রাম। দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি ও গ্রস্থ ২০ ইঞ্চি। মালিকবিহীন অবস্থায় উদ্ধার মূর্তিটির মূল্য ৯৫ লাখ ৮০ হাজার টাকা। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তি ফেলে পালিয়ে যান বলে কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –