• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ যৌথ প্যারেড

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো সীমান্তে বিজিবি দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিজিবি এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটিকে স্মরণীয় করে রাখতে বাংলাবান্ধা বিজিবির আইসিপি ও ভারতের ফুলবাড়ি আইসিপির মধ্যে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মাহফুজুল হক, বিএসএফ এর ১৭৬ ব্যাটালিয়নের কামান্ড্যান্ট এস, এস সিরোহী। এছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাধারণ জনগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এ ধরণের অনুষ্ঠান দু দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে বলে জানান অতিথিরা। পরে উভয়দেশের মধ্যে মিষ্টি, ফল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী বিনিময় করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –