• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বশান্তি রক্ষায় সেবা ও ত্যাগে শীর্ষে বাংলাদেশ জুলাইয়ে পরীক্ষামূলক শুরু হচ্ছে সর্বজনীন পেনশন বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের তিনবার তুরস্কের প্রেসিডেন্ট হওয়ায় এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

পঞ্চগড়ে অসহায় মানুষের মাঝে রেলপথমন্ত্রী পত্নীর ঈদ উপহার

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩  

 
পঞ্চগড়ের বোদা উপজেলায় রেলপথ মন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজনের সহধর্মিনী শাম্মি আকতারের পক্ষ থেকে এক হাজার  গরীব, অসহায়, দুস্থ মানুষ ও মাদরাসার ছাত্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের উপজেলার ময়দানদিঘী দাখিল মাদ্রাসা মাঠে রেলপথ মন্ত্রীর স্ত্রীর পক্ষে ময়দানদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বোদা উপজেলা আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং রেলপথ মন্ত্রীর ভাতিজা ফেরদৌস ওয়াহিদ লাবন্যে ঈদ সামগ্রী হিসেবে  শাড়ি, লুঙ্গি, ফতুয়া, পাঞ্জাবী  বিতরণ করেন।

এ সময়  বোদা পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজার রহমান, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম রিপন, ময়দানদিঘী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নান, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ ছাত্রলীগের বোদা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় ফেরদৌস ওয়াহিদ লাবন্য বলেন, এই ঈদে যাতে বোদা উপজেলার গরীব অসহায় মানুষরাও যাতে আনন্দে সামিল হতে পারে সেজন্যই আমরা ঈদ উপহার প্রদান করছি। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –