• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বশান্তি রক্ষায় সেবা ও ত্যাগে শীর্ষে বাংলাদেশ জুলাইয়ে পরীক্ষামূলক শুরু হচ্ছে সর্বজনীন পেনশন বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের তিনবার তুরস্কের প্রেসিডেন্ট হওয়ায় এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

`ন‍্যায়বিচার নিশ্চিতে লিগ‍্যাল এইডকে গুরুত্ব দিচ্ছে সরকার`      

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩  

 
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের ন‍্যায়বিচার নিশ্চিত করতে লিগ‍্যাল এইডের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। এজন্য বিচারিক প্রক্রিয়া সহজ করতে বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করার প্রতি জোর দেওয়া হচ্ছে।

শুক্রবার পঞ্চগড় জেলা ও দায়রা জর্জ আদালতের হলরুমে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত‍্যাকাণ্ডের বিচার ইনডেমনিটি অধ‍্যাদেশের মাধ‍্যমে বন্ধ করা হয়েছিল। একাধিক সামরিক ক‍্যুসহ জেলখানা হত‍্যাকাণ্ড ঘটানো হয়েছিল। সংবিধান স্থগিত করা হয়েছিল।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত‍্যাসহ অন্যান্য হত‍্যাকাণ্ডের বিচার করেছে। দেশের প্রতিটি মানুষ যেন ন‍্যায় বিচারের সাংবিধানিক অধিকার পায়, সরকার সেটা নিশ্চিত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরিফ হোসেন হায়দার, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম,পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –