• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

পঞ্চগড়-২ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন রেলমন্ত্রী সুজন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় দেবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শরীফুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান সংসদ সদস্য ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এর আগে সকাল ১১ টায় বোদা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট আরও একটি মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিকরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, পৌর মেয়র আবু বকর সিদ্দিক আবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকার ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন প্রমুখ।

এছাড়া, রেলমন্ত্রীর সহধর্মিণী মোছা. শাম্মী আক্তার ও ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন।

এদিকে, মনোনয়নপত্র দাখিলের আগে আওয়ামী লীগে ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ের উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –