• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দুদিন দেখা নেই সূর্যের, তাপমাত্রা কমছে

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৪  

পঞ্চগড়ে দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের। কমছে দিন-রাতের তাপমাত্রাও। উত্তরের হিমশীতল বাতাস আর ঘনকুয়াশায় দুর্ভোগ দেখা দিয়েছে জনজীবনে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।

শহরের শিকারপুর এলাকার কৃষিশ্রমিক আব্দুর রহিম বলেন, ভোরে ক্ষেতে কাজে যেতে হয়। ঠান্ডার কারণে হাত-পা অবশ হয়ে আসে। ঠিকমত কাজ করতে পারি না। এভাবে চললে আমাদের অনেক সমস্যা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –