• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

`বিএনপি-জামায়াত সন্ত্রাসী কাজে বিশ্বাসী আর আ.লীগ উন্নয়নে`

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪  

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে বিরোধিতা করছে। কেননা বিএনপি-জামায়াত সন্ত্রাসী কাজে বিশ্বাসী আর আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী।

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে তেঁতুলিয়ায় পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তার নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেলমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় আমেরিকা কিংবা যে সমস্ত বিত্তশালী দেশ আমাদেরকে সাহায্য-সহযোগিতা করেনি, যারা চায়নি বাংলাদেশ হোক তারাই আজ বিএনপি-জামায়াতের পক্ষ নিয়ে বিরোধিতা করছে। তারা বিশ্বকে দেখাতে চায় দেশের ৮০ ভাগ মানুষ শেখ হাসিনার পক্ষে নেই। কাজেই কোনো প্রকার দ্বিধা ও কুপ্রবঞ্চনায় না ঢুকে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী নাঈমুজ্জামান মুক্তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।

রেলমন্ত্রী বলেন, আমি আমার নির্বাচনী এলাকা থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছি। আমার বড় ভাইও এলাকায় নেতৃত্ব দিয়েছেন। মানুষের জন্য কাজ করেছেন। আমি চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করতে। সর্বাত্মক চেষ্টা করেছি এলাকার উন্নয়ন করতে। তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর করাসহ এ বন্দরটিকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, এর কার্যক্রম কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে কাজ করছি। তেঁতুলিয়াকে পর্যটন এলাকা হিসেবে কীভাবে আগামীতে আরও সমৃদ্ধ করা যায় তা নিয়ে ভাবছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –